সিলেট প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সিলেটে প্রিমিয়ার ব্যাংকের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে প্রমিয়ার ব্যাংকের লালদিঘীরপাড় সিলেট শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহক, শুভাকাঙ্খি ও ব্যাংক কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান (টিপু) গ্রাহক, শুভাকাঙ্খি ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। কেক কাটা শেষে গ্রাহকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান (টিপু)। তিনি বলেন, গ্রাহকরাই আমাদের মূল প্রাণশক্তি। গ্রাহক সেবার মান উন্নত করা এবং গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা এই দৃঢ় বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছি। আশাকরি গ্রাহকবৃন্দের সহযোগিতায় আমাদের লক্ষ অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকরা এ ধরণের আয়োজনের জন্য ব্যাংক কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আন্তরিক সেবার দানের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট শাখার সহকারী ব্যবস্থাপক মো ঃ আবুল বাসার, ক্রেডিট ইনচার্জ এ কে এম শরাফ উদ্দিন প্রমুখ।
সিলেটে প্রিমিয়ার ব্যাংক’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
Spread the love
Spread the love