সিলেট প্রতিনিধি : সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কের আউশা চানপুর এলাকায় সুনামগঞ্জ অভিমুখী একটি ট্রাক্টরকে চ্যালেঞ্জ করে এ গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে সেখানে চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালানোর সময় ট্রাক্টরের বডির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এ গাঁজা উদ্ধার করা হয়। তবে, ট্রাক্টরের চালক পালিয়ে গেছে।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একটি মাহিন্দ্র ট্রাক্টর সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে জালালাবাদ থানাধীন আউশা চানপুর এলাকায় ট্রাক্টরটিকে চ্যালেঞ্জ করে পুলিশ। এ সময় চালক সিগন্যাল অমান্য করে ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরে ট্রাক্টরের বডির নিচে বিশেষ কায়দায় লুকানো ১৭টি প্যাকেট উদ্ধার করে। কসটেপ দিয়ে মোড়ানো প্রতিটি প্যাকেটের ওজন ছিল ২ কেজি করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা দায়ের করেছে বলে জানান ওসি।
সিলেটে বিপুল পরিমান গাঁজা উদ্ধার
Spread the love
Spread the love