সিলেট প্রতিনিধি : শহীদ জগৎ জ্যোতি স্মৃতি সংসদ আয়োজনে শহীদ জগৎ জ্যোতি স্মৃতি সংসদ এর সদস্য মো: নুর উদ্দিন খান ( পুতুল)-এর বিদেশ গমন উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সময় নগরীর মদিনা মাকের্ট এলাকায় মহানগর ও জালালাবাদ ছাত্রলীগ উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে শহীদ জগৎ জ্যোতি স্মৃতি সংসদ সদস্য সচিব মিজানুর রহমান জিতু সভাপতিত্বে সাবেক মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াছি দিনার এর পরিচালায়, এসময় উপস্থিত ছিলেন শহীদ জগৎ জ্যোতি স্মৃতি সংসদ আহবায়ক সাবেক মহানগর ছাত্রলীগের সদস্য স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল আহমদ, যুগ্ন আহবায়ক জয়দীপ পাল, সদস্য সচিব সুবীর দাশ শিপু,জয়সেন দাশ, তিন কন্যা বাংঙ্গালী সংঘ এর প্রতিষ্টাতা ও মহানগর যুবলীগ নেতা মো: আতিকুর রহমান আতিক,বিদুৎ দাস,অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন মহানগর ও জালালাবাদ ছাত্রলীগের নেতা তানভীর করির চৌধুরী সুমন,আমির হোসেন, এস ্এ রিয়াদ,মিঠু মোহন দেব,এস আর স্বপ্নীল,ফেরদৌস আলম, আব্দুল কাদিও খান,এফ আর ফয়েজ, সত্যচরন দাস,আব্দুল কাইযুম,মুমিনুল ইসলাম,রাজেস সরকার,মিন্টন দাস,শাহীনুল ইসলাম ও জগ্য জ্যোতি রায় প্রমুখ। অনুষ্টান শেষে বিদায়ী সংবর্ধনা শহীদ জগৎ জ্যোতি স্মৃতি সংসদ এর সদস্য মো: নুর উদ্দিন খাঁন ( পুতুল) অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান সকল স্মৃতি সংসদ সদস্য ও মহানগর এবং জালালাবাদ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
সিলেট মহানগর ও জালালাবাদ থানা ছাত্রলীগের নুর উদ্দিন খাঁনকে বিদায়ী সংবর্ধনা
Spread the love
Spread the love