Spread the love
মোঃ তোফায়েল ইসলাম ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে মুসা(২৪)ও কোতয়াল(২৬)নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় সীমান্তের ১৮০ নম্বর পিলার এলাকার দিয়ে পার হওয়ার সময়ে তাদের লক্ষ্য, করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তারা ২জন আহত হয়। স্থানীয় সূত্রে, জানা যায় ভারতে গরু আনছিল মুসা, কোতয়ালসহ বেশ কজন। এসময় বিএসএফ সদস্যরা তাদের গুলি ছুড়লে ওই ২জন আহত হয়। ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস জানান, দুই বাংলাদেশি গুলি বিদ্ধ হওয়ার কথা শুনেছি।
Spread the love