সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মারুফা বেগম (১৮) নামে অন্তসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আশরাফুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন। তিনি আনোয়ারপুর গ্রামের অছি রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আশরাফুল ও তার স্ত্রী মারুফা বেগমের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আশরাফুল মারুফাকে কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক প্রতিবেশীরা তাহিরপুর উপজেলার পার্শ্ববর্তী বিশ্বরপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মারুফা পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন বলে জানান ওসি।
সুনামগঞ্জে অন্তসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা
Spread the love
Spread the love