জাহাঙ্গীর আলম ভুঁইয়া সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী বাগলী বাজারে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আ,লীগ ও বিএনপির সমর্থকদের মর্ধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে ২০জন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়-গত০৬.০৯.১৫ইং রবিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী রতনপুর গ্রামে আ,লীগ সমর্থক উমর আলী ও পাশ্ববর্তী রঙ্গাছড়া গ্রামের বিএনপি সমর্থক মতিন মিয়া গ্রুপের মধ্যে দুপুরে কথাকাটা কাটি হয়। পরে বিকালে প্রথম দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আবার রাত সাড়ে ৮টার সময় দ্বিতীয় ধফায় দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে দু পক্ষের লোক জন সংঘর্ষে জরিয়ে পরে। প্রায় ঘন্টা খানে সংঘর্ষে ২০ জন আহত হয়। গুরুত্বর আহতদের মধ্যে-আব্দুল কুদ্দুছ (৫২),মস্তোফা (৩৫) সহ তিন জন কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকার পরিবেশ থম থমে অবস্থা বিরাজ করেছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশংকা করছে স্থানীয় এলাকাবাসী। তাহিরপুর থানার ওসি শহীদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-সংঘর্ষের পর এখন এলাকার পরিবেশ শান্ত আছে। দু-পক্ষে মামলা দায়ের করেছে।
সুনামগঞ্জে আ,লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০
Spread the love
Spread the love