সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়েগেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত বাংলাদেশীরা হলেন-উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় গ্রামের ছাইতু মিয়ার ছেলে হক মিয়া(১৬) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হোসেন (১৫)। স্থানীয়রা জানায়,সীমান্ত চোরাচালানী আজাদ মিয়া, সাজ্জাদ,নবীকুল,নুরু মিয়া ও খাজা মইনুদ্দিন প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় শতাধিক শ্রমিককে লাউড়গড় সীমান্তের ১২০৩নং পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে ভারতে পাঠায় কয়লা আনার জন্য। শ্রমিকরা কয়লা পাচাঁরের সময় বিএসএফ তাড়া করে আলী হোসেন ও হক মিয়া নামের দুইজন কিশোরকে ধরে নিয়ে যায়। আর বেশিরভাগ শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। পাচাঁরকৃত কয়লার প্রতি বস্তা থেকে বিজিবি ও সিও এর সোর্স পরিচয় দিয়ে নবীকুল ও নুরু মিয়া ১৫০টাকা চাঁদা উত্তোলন করেছে। এই সীমান্ত দিয়ে ভারত থেকে কয়লা পাচাঁর করতে গিয়ে এরআগে বিএসএফের তাড়া থেকে যাদুকাটা নদীতে ডুবে ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশতাধিক লোক। এছাড়াও ভারতে চালান হয়েছে আরো শতশত শ্রমিক। বর্তমানে লাউড়গড় ক্যাম্পের দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সহযোগীতায় ওপেন চোরাচালান হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে লাউড়গড় ক্যাম্প কমান্ডার আব্দুল মজিদ বলেন,রাতের আধারে কয়লা কুড়াতে কুড়াতে ভারতে চলে গিয়েছিল দুই শ্রমিক তাই ওদেরকে বিএসএফ ধরে নিয়েগেছে। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন, বিএসএফের হাতে আটককৃত দুই বাংলাদেশী কয়লা শ্রমিককে ফেরত আনার চেষ্টা চলছে আর সীমান্ত এলাকায় আমার কোন সোর্স নেই।
সুনামগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়েগেছে বিএসএফ
Spread the love
Spread the love