Spread the love
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : সুন্দরগঞ্জে ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভানুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’র (জাতীয় শ্রেষ্ঠ) সামনে উক্ত কর্মসূচী কর্তৃক পরিচালিত সোনারায় ইউনিয়ন পল্লী সমাজ সংগঠনের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ইউনিয়ন পল্লী সমাজের সভা প্রধান মরিয়ম বেগমের সভাপতিত্বে উক্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সোনারায় ইউপি চেয়ারম্যান- সৈয়দ বদিরুল আহসান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির গাইবান্ধা জেলা সিনিয়র ব্যবস্থাপক- আঃ রশিদ, উপজেলা সংগঠক- সাধনা রানী সরকার প্রমুখ।
Spread the love