ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : পোশাক তৈরি বাবদ বরাদ্দকৃত টাকার ২৫ শতাংশ কর্তন না করার দাবিতে ছয় ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মচারীরা এ কর্মবিরতি পালন করেন। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর পোশাক তৈরি বাবদ ১ লাখ ২৩ হাজার ৭শ’ টাকা বরাদ্দ হয়। বরাদ্দকৃত অর্থ দিয়ে সরকারি বিধি মোতাবেক পোশাক ক্রয়ের কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টাকা উত্তোলন করে পোশাক ক্রয় করার আগেই ২৫ শতাংশ টাকা কতর্নের দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ কর্মবিরতি পালন করে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ মৃধা কর্মবিরতির কথা স্বীকার করলেও টাকা কর্তনের বিষয়টি অস্বীকার করেন।
সুন্দরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৬ ঘণ্টা কর্মবিরতি
Spread the love
Spread the love