ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : সুন্দরগঞ্জে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পৌর সড়কে হাঁটু পানি জমে থাকে। যার কারণে সাধারণ জনগণসহ শিক্ষার্থীরা প্রতি নিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন থেকে পৌর শহরের ড্রানেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি বাদল হলেই বিভিন্ন সড়কে এবং বাসা বাড়িতে জমে থাকে হাটু পানি। যার কারণে বাসা বাড়ি সদস্য, সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের চলাফেরা মুশকিল হয়ে পড়ে। বিশেষ করে সুন্দরগঞ্জ বাজার এবং মীরগঞ্জ বাজারে ব্যবসায়ীদের চরম দূভোর্গ দেখা দেয়। এ কারণে ক্রেতাগণ বাজারে ঢুকতে পারেন না। বর্ষাকাল এলেই এই সমস্যা দেখা দেয়। সুন্দরগঞ্জ বাজার ব্যবসায়ী নুরুজ্জামান মিয়া জানান, পৌর করসহ যাবতীয় ভ্যাট পৌর সভায় প্রদান করা হলে নাগরিক সুবিধা হতে বঞ্চিত হয়ে পড়েছি আমরা সাধারণ জনগণ। দীর্ঘদিন হতে ড্রানেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি বাদল হলেই বাজার ভিতরে জমে যায় হাটু পানি। পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন জানান, ড্রানেজ ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, অচিরেই এ সমস্যা সমাধান করা হবে। এ বছরেই কিছু এলাকায় ড্রানেজ নির্মাণ করা হবে।
সুন্দরগঞ্জ পৌর সড়কে ড্রেনেজব্যবস্থা না থাকায় সামন্য বৃষ্টিতেই হাঁটু পানি
Spread the love
Spread the love