সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে কালভার্ট নির্মাণের কাজ শেষ হওয়ার পরও মাটি ভরাটের কাজ আটকে আছে দু-মাস যাবৎ। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল ও কুশিউড়া গ্রামের মধ্যবর্তী নদীর মাঝে ৮ লক্ষ টাকা ব্যায়ে ছোট একটি কালভার্টের কাজ ৫ মাসেও স্বয়ংসম্পৃর্ণ হয়নি। কালভার্টের মূল কাজ শেষ হওয়ার পরও আটকে আছে দু’পাশে মাটি ভরাটের কাজ। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হ্েচ্ছ কয়েকটি গ্রামের জনসাধারণ সহ স্কুল কলেজ-মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীরা।
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী রানা বলেন উপজেলা চেয়ারম্যান ইদ্রীস আলী বীরপ্রতীক এই কালভার্টের কাজের জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ পেয়ে কাজ শুরু করে অথচ পাঁচ মাসেও কাজটি পরিপূর্ণ শেষ করতে পারেনি। এখানকার জনমানুষের দুর্ভোগের যেন শেষ নেই, প্রতিনিয়ত পানি দিয়ে চলাচলের কারণে বিকল হয়ে গেছে এই রোডে চলাচলকৃত সকল মোটর যানবাহনের ব্রেক। তিনি আরো বলেন উপজেলায় সমন্বয় সভায় এমপির কাছ থেকে কালভার্টটির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দু লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি কিছু দিনের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ করে ফেলব।
সুুনামগঞ্জে আটকে আছে মাটি ভরাটের কাজ, জনসাধারণের চরম দুর্ভোগ
Spread the love
Spread the love