রেজুয়ান হাবীব,স্টাফ রিপোর্টার : দিনাজপুরে সৃজনশীল শিক্ষার বাতিলের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা । দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে সমাবেশ ও মানবন্ধন কর্মসুচীতে নেতৃত্ব দেন জেলা শিক্ষার্থীদের আহবায়ক মো: ফরহাদ রেজা । মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষার্থীদের যুগ্ম আহবায়ক আবু কায়ছার, মোঃ রফিক, শিয়াব রাফসান, আবু হাসান খালিদ প্রমুখ। এসময় মানববন্ধন পুর্ব সমাবেশে “ মানিনা মানবো না ৭ টি সৃজনশীল লিখবনা। ”বলে শিক্ষার্থীরা স্লোগান দেন । বক্তবে তারা আরো বলেন তাদের ২ ঘন্টায় ৭ টি সৃজনশীল উত্তর লিখা সম্ভব না । সর্বোচ্চ ২/৩ টি প্রশ্নে সৃজনশীল রাখা যায়। বাকী প্রশ্নগুলো শুধু পৃষ্টা পুরন করা অযৌক্তিক-নিষ্ঠুর প্রতিযোগিতা । তাই ৭টি সৃজনশীল লিখা আমাদের পক্ষে সম্ভব নয়। বক্তারা আরো বলেন আমাদের উপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষাব্যবস্থার বার বার পরিবর্তন বন্ধ না করলে আমরা বৃহত আন্দোলন যেতে বাধ্য হবো।
সৃজনশীল শিক্ষা বাতিলের দাবীতে দিনাজপুরে শিক্ষার্র্থীদের মানববন্ধন
Spread the love
Spread the love