বিডিজাহান ডেস্ক : তুরস্কের এজিয়ান সাগর তীরবর্তী একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রের সৈকতে ভেসে ওঠা একটি ছোট্ট শিশুর ছবি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার সিরীয় বলে ধারণা করা হচ্ছে এমন ১২ জন অভিবাসীকে নিয়ে একটি নৌকা ডুবে গেলে তাদের সলিলসমাধি ঘটে। তারা গ্রিসের কস দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলো। ছবিতে দেখা যায়, পর্যটন শহর বদরামের সৈকতে বালুতে মুখ গুজে পড়ে আছে উজ্জ্বল লাল রঙের টি-শার্ট ও হাফপ্রান্ট পরা ছোট্ট বাচ্চাটি। অন্য একটি ছবিতে দেখা যায়, বিমর্ষ চেহারার একজন পুলিশ বাচ্চাটির ছোট্ট দেহ সরিয়ে নিয়ে যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘মানবতা সৈকতে ভেসে যাচ্ছে’। ছবিটি টুইটারে দেয়ার পর বিপুলভাবে রিটুইট করা হয় এবং খুব দ্রুত সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। তুরস্কের নৌ-বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মোট ২৩ জন ব্যক্তিকে নিয়ে দুটি নৌকা আলাদাভাবে বদরাম উপদ্বীপের একটি এলাকা থেকে ছেড়ে যায়। নৌকাডুবিতে একজন নারী ও পাঁচটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাত জনকে উদ্ধার করা হয়েছে এবং দু’জন লাইফ জ্যাকেট নিয়ে তীরে পৌঁছেছে। দু’জন নিখোঁজ রয়েছে।
সৈকতে ভাসছে মানবতা, মৃত শিশুর ছবি নিয়ে তোলপাড়
Spread the love
Spread the love