স্টাপ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আলমুতাইরির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে তিনি সাক্ষাৎ করেন। বৈঠকে দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ব্যাপারে আলোচনা হয়। সৌদি রাষ্ট্রদূত মন্ত্রীকে হজ ভিসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ৮০ হাজার ভিসা দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার এবং দু’দেশের মধ্যে অন্যান্য সহযোগিতা সম্প্রসারণে কাজ করে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।আল মুতাইরি চলতি বছরের ২৬ জুলাই দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন। তিনি ১৯ আগস্ট তার পরিচয়পত্র পেশ করেন। এর আগে তিনি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফলোআপ সেকশনে পরিচালকের দায়িত্ব পালন করেন।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
Spread the love
Spread the love