স্পোর্টস রিপোর্টার : জাতীয় দল তো বটেই, চলতি বছর দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররাও। তাই তো আগামী বছর দেশের মাটিতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ের স্বপ্নও দেখছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ছন্দে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটিকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য আনা হয়েছে জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে। অস্ট্রেলিয়ান এই কোচ টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন, তৈরি করবেন টাইগার যুবাদের। আজ থেকেই সেই মিশন শুরু করছেন তিনি। আগামী বছরের ২৩ জানুয়ারি ঢাকায় বসবে যুব বিশ্বকাপের একাদশতম আসরটি। সেখানে কাংক্ষিত ফল লাভের স্বপ্ন নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে যুব দলের দায়িত্ব নিবেন ল খুলনার মাটিতে। বাংলাদেশে পৌঁছানোর পর গত সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন ল। তখন তিনি বলেছিলেন, দলে খুব বেশি পরিবর্তনের কিছু নেই। যারা এরই মধ্যে দলটিকে নিয়ে কাজ করেছেন, তারা সবকিছুই ভালভাবে করেছেন। আমি এখানে কিছু বদলাতে আসিনি। এমন নয় যে, এসেই বলব- এভাবে চলবে না, ওভাবে করতে হবে। এখন যে প্রক্রিয়া আছে, আমি শুধু এতে হেল্পিং হ্যান্ড হতে চাই। যুব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটিকে সামনে রেখে খুলনায় ১২ দিনের ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানেই স্টুয়ার্ট ল তার শিষ্যদের পরখ করে নেবেন। খুলনায় এই ক্যাম্প শুরু হচ্ছে আজই চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমাদের পরিকল্পনা ছিল অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প বিকেএসপিতে করার। কিন্তু ওখানে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হওয়ায় আমরা চলে যাচ্ছি খুলনায়। সেখানে ক্যাম্প শেষ করে আগামী ১৩ সেপ্টেম্বর আবার বিকেএসপিতে ফিরবে যুব দল। মোট ২৪ জন ক্রিকেটার নিয়ে চলবে ক্যাম্পটি। গতকাল সকালে যুব দলের ক্রিকেটাররা সবাই খুলনায় পৌঁছেছে। দলের সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন যুব দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।