সিলেট প্রতিনিধি : সিলেটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে নগরীর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর বড়বাজার থেকে শুরু করে মিছিলটি ৩ ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানায় গিয়ে সমাবেশ করে। সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য মো. রিমাদ আহমদ রুবেলের সভাপতিত্বে যুবলীগ নেতা ইফতেখার হোসেন সোহেল ও সাকারিয়া হোসেন সাকিরের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বিলাল খান। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এ প্রাণচাঞ্চল্য ধরে রাখতে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার প্রকৃত অনুসারী ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা দরকার। খেয়াল রাখতে হবে যাতে বিএনপি জামায়াতে কোনো এজেন্ট কিংবা নাশকতাকারীরা কমিটিতে স্থান না পায়। যুদ্ধাপরাধীদের উত্তরসূরীদের প্রতিহত করার মাধ্যমেই দেশকে জঙ্গি ও রাজাকারমুক্ত করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনিসুজ্জামান আনিস, আবদুল মান্নান, শাহীন মিয়া, মুহিবুর রহমান রনি, ইলাল আহমদ, মুজিবুর রহমান সনি, মিশু আহমদ, শাহীনুর রহমান, রুমন আহমদ, আহমদ হোসেন, নাসির হোসেন, রবিন আহমদ, আসাদ আহমদ, সুফিয়ান চৌধুরী, মিতু আহমদ, নাছির আহমদ, রাকিবুল হাসান হারুণ, শিবলূ আহমদ, নাঈম আহমদ, সানি আহমদ, রাহিন আহমদ, সোহেল জমির, রিয়াদ আহমদ রিমন, সাজ্জাদ আহমদ, আরমান শাহীন, রুবেল বাবু, শাকিব অনুজ, মিলাদ হোসেন, পাপ্পু আহমদ, সুমন আহমদ প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে নগরীতে মিছিল
Spread the love
Spread the love