হবিগঞ্জ প্রতিনিধি : আসন্ন হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে দলীয় সর্মথন পেতে বড় দুই দলের প্রার্থীরা প্রচার-প্রচারণার পাশাপাশি দৌড়ঝাপ শুরু করেছেন। পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রচারনায় প্রধান্য দেয়া হচ্ছে দলীয় পরিচয়কে। নবীগঞ্জ পৌরসভার বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ সর্মথিত প্রার্থী বিজয়ী হলেও এবার নির্বাচনে ভিন্নতা রয়েছে। ভোটার ও প্রার্থীদের ধারণা এবার সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার ফলে ভোটগুলো সরাসরি দলীয়ভাবে ভাগ হবে। পূর্বের নির্বাচনে নেতাকর্মীরা সরাসরি দলীয় মিছিল মিটিং না করলেও এবার সেটা করতে পারছেন। অনেকেই দলের বাহিরে প্রার্থী হয়েছেন, আবার কেউ কেউ দলের গুরুত্বপূর্ন পদে থেকেও দলের প্রার্থীর বিরুদ্ধে ক্জা করেছেন অরাজনৈতিক নির্বাচনের অজুহাতে। নবীগঞ্জে আওয়ামী লীগে বর্তমান মেয়রসহ একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ার ফলে দলীয় কোন্দল চরম আকার ধারন করেছে। বিএনপিতে এখন পর্যন্ত একক প্রার্থী হিসাবে বর্তমান প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রার্থীরা নিজেদের শক্তি জানান দিতে মোটরসাইকেল শো-টাউনসহ নেতাকর্মীদের নিয়ে দল বদ্ধভাবে নির্বাচনী প্রচরণা করছেন। দলীয় হাইকমান্ডের সাথে লবিং গ্রুপিং এর পাশাপাশি মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও প্রচারনায় প্রতিযোগিতা চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রার্থীদের প্রচারণা ব্যাপক আকারে চলছে। ফেইসবুকের দেয়ালে শুধু নির্বাচনী প্রচরনায় একের পর এক পোষ্ট করা হচ্ছে। প্রার্থীদের গুনর্কীতন করে রঙ্গিন ছবিসহ প্রচারনার প্রধান মাধ্যম ফেইসবুকের দেয়াল। আর পৌর এলাকার সর্বত্র পোস্টার টাঙিয়ে ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য পৌর মেয়র, কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ডিসেম্বর মাসে মেয়াদ উর্ত্তীণ পৌরসভা নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন এমন সংবাদে নবীগঞ্জের সর্বত্র এখন নির্বাচন উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে নবীগঞ্জ পৌর শহরে ও শহরতলীর বিভিন্ন ওয়ার্ডে বর্তমান ও সম্ভাব্য মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা করছেন। পাড়া, মহল্লাসহ শহরের নানা স্থানে শুভা পাচ্ছে রং-বেরংঙ্গের ব্যানার, ফেষ্টুন, পোষ্টার ও দেয়াল লিখন। দলীয় প্রচারে বাহিরে স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে মতবিনিময় এবং নিজেদের পক্ষে সমর্থন আদায়ের প্রাণপন চেষ্টা অব্যাহত রয়েছে।