হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত দেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন,বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে জুবায়েল মিয়া (২৫) ও তার পুত্রবধূ লিমা বেগম (২০)। শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের জুবায়েল ও তার স্ত্রী লিমা বেগম শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ঘরের তীরের সঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আব্দুর রহমান ঘটনাস্থলে গিয় মৃহদেহ দুটি উদ্ধার করেন।
হবিগঞ্জে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
Spread the love
Spread the love