হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীতে নৌকা ডুবে ফিরোজা বেগম (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুরের নূর মিয়ার স্ত্রী। এছাড়া নৌকাডুবিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় মাধবপুর মাছ বাজার এলাকায় সোনাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।নৌকায় থাকা যাত্রী খলিলুর রহমান জানান, মাধবপুর থেকে আখাউড়া খরমপুর হযরত সৈয়দ গেছুদারাজ কল্লা শরীফ মাজারে যাবার পথে যাত্রীরা নৌকায় উঠলে নৌকার পাটাতন ভেঙ্গে নৌকায় পানি উঠে যায়। মুহূর্তের মধ্যেই নৌকা সোনাই নদীর মাঝ নদীতে ডুবে যায়। লাফিয়ে কিছু যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও ফিরোজা বেগম পানিতে ডুবে যান। ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মন্নাফ (৬০), নেকজান (৫০), আনোয়ারা (৫০) ও অজ্ঞাত (৪০) কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছেন ।
হবিগঞ্জে নৌকা ডুবিতে ১ জন নিহত আহত ১০
Spread the love
Spread the love