হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে সিপি রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৫৪ বোতল ফেন্সিডিনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২ টায় হাকিমপুর থানা ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে সিপি রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান করে অভিনব কায়দায় ৪টি লোহার পাইপের ভিতরে ফেন্সিন্ডিল বহণ করার সময় অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেন্সিডিনসহ দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে টগরকে আটক করেছে পুলিশ। পরে টগরের দেয়া তথ্য মতে, উপজেলার দক্ষিন বাসুদেবপুর (চুড়িপট্রি) এলাকার তানভীর ইসলামের মেয়ে সাবিনা ইয়াসমিন ও পাঁচবিবি থানার তাঁতীপাড়া এলাকার মোক্তার হোসেনের মেয়ে মুক্তা বেগমকে আটক করে। শুক্রবার আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
হিলিতে ফেন্সিন্ডিলসহ ৩ জনকে আটক করে পুলিশ
Spread the love
Spread the love