Spread the love

আজ শুক্রবার মুক্তিপ্রাপ্ত পরীমনি অভিনীত ‘নগর মাস্তান’ ছবিটি পরিচালনা করেছেন রাকিবুল আলম। ছবিটি সম্পর্কে পরীমনি বলেন, ‘মাস্তানি শুধু খারাপ হয় না, খারাপকে ভালো করাও একটা বড় মাস্তানি। আর নগরে যখন পা ফেলেছি, নগর তো কাঁপাবোই।’ পরীমনি ছাড়াও এতে অভিনয় করেছেন জায়েদ খান ও শাহ রিয়াজ। আরও রয়েছেন তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। ছবিটি নিয়ে পরীমনি বলেন, ভিন্নধর্মী গল্পের ছবি। এখানে শুরুতে আমাকে কলেজ ছাত্রী। এরপর কীভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি হয়ে ওঠেন তা তুলে ধরা হয়েছে আমার চরিত্রে। দেখানো হয়েছে স্টুডেন্ট থেকে বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে কত বাধা বিপত্তি পাড়ি দিতে হয়। সব মিলিয়ে একটি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে। ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পরীমনির। এরপর মুক্তি পাওয়া তাঁর অন্য ছবিগুলো হচ্ছে ‘পাগলা দিওয়ানা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘লাভার নাম্বার ওয়ান’। সবগুলো ছবিতেই অভিনয় গুনে আলোচনায় ছিলেন পরীমনি। আগামী ২৭ অক্টোবর থেকে পরীমনি নায়ক বাপ্পীর সঙ্গে শুরু করবেন আপন মানুষ ছবির কাজ।
Spread the love