সিলেট প্রতিনিধি : যুবশ্রমিকলীগের সিলেটের ৪নং খাদিমপাড়া ইউনিয়ন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট সদর উপজেলা পরিষদ ক্যান্টিনে শাহপরাণ এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে যুব শ্রমিকলীগের ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সভাপতি এস,এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো : মঈন উদ্দিন গাজী রুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব শ্রমিকলীগের সভাপতি প্রণয় কান্তি ঘোষ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজের ঘামছড়ানো শ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে অথচ যুব সমাজ তার যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। তাই নিজেদের ন্যয্য মূলায়ন পেতে সংগঠিত হওয়ার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আদনান খাঁন হেলাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, যুব শ্রমিকলীগের সিলেট সদর উপজেলার সভাপতি ওয়াজে আলী, সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, শাহপরাণ থানা যুবলীগের সভাপতি সোহেল আহমদ, সিলেট সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের ১ম সহ সম্পাদক আলীম উদ্দিন ছন্দু, সিলেট সদর উপজেলা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদিকা মনি বেগম, হুমায়ন কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন জাতীয় যুবশ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি সন্তোষ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, প্রচার সম্পাদক শফিক আহমদ, সহ-প্রচার সম্পাদক আফছর আহমদ, সহ-আইন বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, সহ-ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহ- শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক আলতাপুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো: জাকির আহমদ।
৪নং খাদিমপাড়া ইউনিয়ন জাতীয় যুবশ্রমিকলীগের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত
Spread the love
Spread the love