Spread the love
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের নাহিদের মরদেহ কুশিয়ারা নদীতে পাওয়া গেছে। নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘন্টা পর তার মরদেহ একই উপজেলার জকিগঞ্জ ইউনিয়নের সরিষা গ্রামের পার্শ্ববর্তী কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। বেলা ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়- গত রবিবার বিকেল ৪টার দিকে নদীতে মাছ ধরতে নামে ইছাপুর গ্রামের হাসনু মিয়ার ছেলে নাহিদ। এসময় সে নদীতে নিখোঁজ হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে সরিষা গ্রামের লোকজন নদীতে লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। এদিকে, নাহিদের পরিবারের লোকজন এসে তার লাশ দেশে সনাক্ত করেন। পরে বেলা ২টার দিকে নাহিদের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
Spread the love