Spread the love
বিনোদন প্রতিবেদক : ৬ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবি ‘অন্তরঙ্গ’ । মৃত্যুর আগে দুটি ছবির কাজ শুরু করেছিলেন এই বরেণ্য নির্মাতা। এ কাজগুলো শেষ করেছেন তার দীর্ঘদিনের সহকারী তারেক শিকদার। ‘অন্তরঙ্গ’ ছবির প্রযোজনা করেছে ছবিটির অভিনেত্রী আলিশা প্রধানের ব্যবসাপ্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্স। আলিশা বিপরীতে এতে অভিনয় করেছেন ইমন। এছাড়াও আছেন দিতি, অরুণা বিশ্বাসসহ অনেকে। আলিশা বলেন, ‘এর আগে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির কথা ভাবা হলেও এটি পিছিয়ে নতুন এই তারিখ ঠিক করা হয়েছে। আর আগামী ১৫ অক্টোবর ছবিটির প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছে।’ চাষী নজরুল ইসলাম পরিচালিত অপর ছবিটি হলো ‘ভুল যদি হয়’র কাজও এরইমধ্যে শেষ হয়েছে বলে জানান আলিশা ও ইমন। এ ছবিতে আছেন আলিশা, ইমন ও সম্রাট।
Spread the love